THE EYE OF GOD / JAMES ROLLINS

দ্য আই অফ গড
সিগমা ফোর্স
জেমস রোলিন্স

ধ্বংস হয়ে মঙ্গোলিয়ার মাটিতে পড়ার ঠিক আগমূহুর্তে আই অফ গড নামক স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা যায় আমেরিকার তিনটিশহর: নিউইয়র্ক, বোষ্টন, ওয়াশিংটন ডিসি আগুনে ধোঁয়ায় ধিকি ধিকি জ্বলছে। অথচ শহর তিনটির পরিস্থিতি স্বাভাবিক। তাহলে এই ইমেজটি আসল কোথা থেকে?

অন্যদিকে ১০ বছর আগে আচমকা নিখোঁজ হয়ে যাওয়া ফাদার জসিপ আবার ফিরে এসেছেন দৃশ্যপটে। ভিগোর ভেরোনাকে মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা বই এবং তের শতাব্দীর আমলের অজ্ঞাত একজনের মাথার খুলি পাঠিয়েছেন তিনি। ডিএনএ টেষ্টিং এর পর জানা যায়, খুলির মালিক স্বয়ং চেঙ্গিস খান।খুলিটিতে লেখা: চার দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া।

কমান্ডার গ্রে পিয়ের্সের এবারকার মিশন... ঠেকাতে হবে দুনিয়ার কেয়ামত। হাতে সময় ৯০ঘন্টা। মিশন ব্যর্থ হলে বিপর্যয়ের মুখে পড়বে পৃথিবী এবং ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা।

ডাউনলোড
দ্য আই অফ গড

Popular Posts