ANGEL OF THE DARK / SIDNEY SHELDON

অ্যাঞ্জেল অব দ্য ডার্ক
সিডনি শেলডন
অনীশ দাস অপু

পলায়নপর, ছায়াময় এক হত্যাকারী হত্যার নেশায় ঘুরঘুর করছে, তার কোড নেম অ্যাঞ্জেল অব ডেথ এক বৃদ্ধ মাল্টি-মিলিওনেয়ারকে যখন হলিউডে নৃশংসভাবে খুন হওয়া অবস্থায় পাওয়া গেল, তাঁর স্ত্রী হলো ধর্ষিতা, পুলিশ একে ডাকাতি বলে ধারণা করল। কিন্তু অপরাধীদের সন্ধান করতে ব্যর্থ হওয়ার পরে বন্ধ করে দেওয়া হলো কেস।
এক দশক বাদে, পৃথিবীর তিনটি ভিন্ন দেশে প্রায় একইরকম হত্যাকা- সংঘটিত হলো। প্রতিটি ক্ষেত্রে ভিক্টিম বয়সে বৃদ্ধ, ধনবান এবং নব বিবাহিত। এবং এদের স্ত্রীরা নৃশংসভাবে ধর্ষণের শিকার হলো।
প্রথমে অনুমান করা হয়েছিল এগুলো হয়তো ‘কপিক্যাট কিলিং’ কিন্তু শীঘ্রি জানা গেল এ খুনগুলো করছে এক ভয়ংকর নারী কিলার যাকে পুলিশ নামকরণ করেছে ‘অ্যাঞ্জেল অব ডেথ’ বলে। এ নারী কি তার কোনো প্রতিহিংসার শোধ নিচ্ছে নাকি তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? তার পরবর্তী ভিক্টিম কে হতে যাচ্ছে এবং অ্যাঞ্জেল অব ডেথকে কি ঠেকানো সম্ভব? জানতে হলে পড়ুন রোমান্স এবং ভায়োলেন্সে পূর্ণ টানটান উত্তেজনাকর এ কাহিনী!

ডাউনলোড
ANGEL OF THE DARK
(অ্যাঞ্জেল অব দ্য ডার্ক)

Popular Posts