masud rana ( protihingsha )

প্রতিহিংসা। বই নং-৫১+৫২। মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেন। সেবা প্রকাশনী।
কে বলে রানা বুদ্ধিমান?
যদি তাই হোত, জেলের ভাত খেতে হোত না ওকে ছয় মাস।
কে বলে রানা কৌশলী?
যদি তাই হোত, পা দিত না সে নোরমা গোনজালিসের মরণ ফাঁদে।
কে বলে রানা মহৎ-হৃদয়?

যদি তাই হোত, এমন ভাবে জ্বলত না সে প্রতিহিংসার আগুনে!
আসলে ও আমাদের মতই সাধারণ এক মানুষ।

প্রতিহিংসা জেমস হ্যাডলি চেজ এর থ্রিলার "জাস্ট এনাদার সাকার" এর ছায়া অবলম্বনে লেখা।