masud rana ( hrittkompon )

হৃৎকম্পন। বই নং- ৫০। মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেন। সেবা প্রকাশনী।

শিকাগোর হিলো বারে পরপর কদিন ধরে মদ খাচ্ছে রানা, চিৎকার করছে; সুসানকে খুন করবে ও, করবেই। হ্যানোভার পাগলা-গারদে ভরে দেয়া হলো ওকে। সেখানে আত্মগোপনকারী দু'জন খুনীর খোঁজ নিতে গিয়ে উল্টো নিজেই খুনী সাব্যস্ত হলো রানা। আটকে দেয় হলো ওকে হাইলি ডেঞ্জারাস সেলে। শুরু হল ভুল ইঞ্জেকশন।