masud rana ( hrittkompon )

হৃৎকম্পন। বই নং- ৫০। মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেন। সেবা প্রকাশনী।

শিকাগোর হিলো বারে পরপর কদিন ধরে মদ খাচ্ছে রানা, চিৎকার করছে; সুসানকে খুন করবে ও, করবেই। হ্যানোভার পাগলা-গারদে ভরে দেয়া হলো ওকে। সেখানে আত্মগোপনকারী দু'জন খুনীর খোঁজ নিতে গিয়ে উল্টো নিজেই খুনী সাব্যস্ত হলো রানা। আটকে দেয় হলো ওকে হাইলি ডেঞ্জারাস সেলে। শুরু হল ভুল ইঞ্জেকশন।

Popular Posts