MASUD RANA (এসপিওনাজ)

এসপিওনাজ। বই নং-৪৭+৪৮। মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেন। সেবা প্রকাশনী।


একটি মেয়ে নিয়ে ঘটনা। রমনা পার্কে পাওয়া গেছে অজ্ঞাত পরিচয় এক যুবতীকে অজ্ঞান অবস্থায়। হাসপাতালে জ্ঞান ফিরে আসতেই দেখা গেল স্মৃতি হারিয়ে ফেলেছে সে। ও জানে না ও কে, কোথায় বাড়ি, কোত্থেকে এসেছে, কোথায় যাচ্ছিল - কিচ্ছু না। রানাকে বানিয়ে দেয়া হলো ওর নকল স্বামী। সবার সন্দেহঃ মেয়েটা স্পাই হাস্না কাওসার। যদি তাই হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তার কাছে। শুরু হলো এসপিওনাজ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ - তিন দেশের তিনটি গোপন সংস্থা প্রচন্ডভাবে তৎপর হয়ে উঠল।

এসপিওনাজ জেমস হ্যাডলি চেজ এর স্পাই থ্রিলার "ইউ হ্যাভ ইয়োরসেলফ আ ডীল" এর ছায়া অবলম্বনে লেখা।

BANGLA PDF BOOKS DOWNLOAD

Popular Posts